
বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেমজল্পনা ঘিরে আবারও সরগরম বি–টাউন। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন দিশার কথিত প্রেমিকের এক প্রাক্তন প্রেমিকা। সেই পোস্ট ঘিরেই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা।
সম্প্রতি গুঞ্জন ওঠে, পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দিশা পাটানি। এই জল্পনার মাঝেই তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের একটি পোস্ট আলোচনায় আসে। যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে ইঙ্গিতপূর্ণ ভাষায় বিষয়টি তুলে ধরেন।
পোস্টে সোনি কৌর লেখেন, বিষয়টি শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের মধ্যেই সীমাবদ্ধ নয়; কিছু মানুষ অভিশাপ ও দুর্ভাগ্যও বয়ে আনে। তাই রাতে কার সঙ্গে শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নাম না থাকলেও অনেকেই ধারণা করছেন, এই পোস্টের ইঙ্গিত তালবিন্দর সিং সিধুকেই ঘিরে। এতে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দিশা পাটানি বা তালবিন্দর সিং সিধু—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।